মো. ওমর ফারুক :জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী শেখ ও তার সুযোগ্য কন্যা দিনাজপুর ঘোড়াঘাটের ইউএনও জনাব ওয়াহিদা খানম এর ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, গোসাইরহাট উপজেলা শাখা,ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিশাল মানববন্ধন এর আয়োজন করে।সোমবার সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে গোসাইরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, যুদ্ধকালিন কমান্ডার ইকবাল আহম্মেদ বাচ্চু ছৈয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার, অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সচিব মামুন আর রশিদ, সদস্য আব্দুল আজিজ সহ সন্তান কমান্ডের অন্যান্য সদস্যবৃনৃদ।