কে.এম আলী : যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার সংলগ্ন ১৯৯০ সালে নির্মান হওয়া ব্রিজের মেয়াদ শেষ হয়েছে প্রায় ৯ বছর।১৯৭১ সালের পর থেকে এই বাজারটি অত্র এলাকার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে এবং খুলনা থেকে নড়াইল,মাদারীপুর,ফরিদপুর,গোপালগঞ্জ সহ রাজধানী যাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ব্রিজটি।ব্রিজটির পাশে লাগানো আছে বিপদজনক সাইনবোর্ড।
খুলনা থেকে ঢাকাগামী অনেক পরিবহন সহ পন্যবাহী ট্রাক প্রতিনিয়ত চলাচল করে ব্রিজটি দিয়ে।অনেক বার কাজ শুরু হওয়ার আশা দিলেও এখনো ব্রিজ পুননির্মাণ এর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।বর্তমানে ব্রিজ জরাজীর্ণ অবস্থার কারণে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।তবু যেন এই ব্রিজ পুননির্মাণ নিয়ে মাথা ব্যাথা নেই জনপ্রতিনিধি ও সড়ক ও জনপদের কর্মকতাদের।
উল্লেখ্য,যশোর জেলার অনেক ব্রিজ এই ব্রিজের থেকেও অনেক পরে মেয়াদ শেষ হলে সেই সকল ব্রিজ ইতিমধ্যে পুননির্মাণের কাজ শুরু হয়েছে তবে বসুন্দিয়া ব্রিজের পুননির্মাণের নেই কোন অগ্রগতি।স্থানীয় সজিব হোসেন-সহ অনেকের বক্তব্য ব্রিজটিতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে কতৃপক্ষের টনক নড়বে না।এ সময় তারা ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে ব্রিজ সংস্কর করার জোরালো দাবী জানায়।