কালজয়ী ডেস্কঃ প্রতি ঈদের মত এবারও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘মনের মতি-মনের গতি’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮:২০ মিনিটে। তার নাটকের গল্পে যেমন চমৎকার গাঁথুনী থাকে তেমনি সংলাপগুলোও হয় উপভোগ্য। পাশাপাশি হানিফ সংকেতের নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য।
যে কারণে তার নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। নাটকটিতে করোনাকালে এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষের দুর্নীতির চিত্র এবং এদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি সামাজিক ও পারিবারিক নাটক।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু, সুভাশিষ ভৌমিক, আনোয়ার শাহীসহ আরো অনেকে।