কে,এম আলী : যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেট বিভাগের ভূ-সম্পত্তি অধিবিভাগ।১১ নবেম্বর (বুধবার) সকাল ৯.৩০ মিনিট থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী পরিচালক ওলিউল্লার উপস্থিতিতে আর এন বির এস আই সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় রেলওয়ের সহকারী নির্বাহী পরিচালক ওলিউল্লাহ বলেন,বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এসময় ছোট-বড় মিলিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্রমান্বয়ে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রত্যেক রেলস্টেশন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল।অবৈধ দখলদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়েছে।উচ্ছেদকালে বাংলদেশ রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।